মূল্যবোধ পালন করা পরিবারগুলোর প্রয়োজন একত্রিত থেকে একটি নৈতিক জীবনযাপন জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা। এমন একটা পরিবেশে বসবাস করলে এটা আমাদের সকলকে প্রতিনিয়ত সৎ কাজ করতে উদ্বুদ্ধ করবে এবং আমাদের সন্তানের মাঝেও নৈতিকতার বীজ বপন করে দিবে। ফলে তৈরি হবে একটি আদর্শিক ভবিষত প্রজম্ম। এমন একটি দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে একই মন–মানুষিকতার পরিবারগুলোকে নিয়ে পারস্পারিক সাহায্য সহযোগিতার মাধ্যমে সমাজবদ্ধভাবে বসবাস করার পাশাপাশি কমিউনিটি ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ নিয়ে কাজ করছে নেইবারস কো–অপারেটিব সোসাইটি।
Cooperative Society
- Home
- Cooperative Society
Neighbours Cooperative Society
সোসাইটির বিভিন্ন উদ্যোগ:
- সামাজিক আবাসন তৈরি।
- বিষমুক্ত খাদ্য সরবরাহের জন্য এগ্রো ফার্ম তৈরি করা।
- অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে কর্মক্ষেত্র তৈরি করা ।
- শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল নির্মান করা ।
সুবিধাসমুহ:
- সৎ এবং নৈতিক প্রতিবেশির সাথে বসবাসের সুযোগ।
- পারস্পারিক সামাজিক সহযোগিতার সু–ব্যবস্থা।
- আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত উন্নত সামাজিক পরিবেশ।
- ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক ও মানষিক বিকাশের সু–ব্যবস্থা।
- সামাজিক সহযোগিতায় সুদমুক্ত ঋণ।
- দীর্ঘ মেয়াদে কিস্তি সুবিধা।
কোথায়:
নেইবারস কমিউনিটি প্রজেক্টটি বেরাইদ নিশান লেকসিটিতে অবস্থিতঃ
-
যার পূর্বে মিরপুর বেড়ীবাঁধ, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ও দীয়াবাড়ী।
-
দক্ষিন–পূর্ব পার্শে গাবতলী, আমিন বাজার।
-
প্রজেক্টটির পশ্চিম পাশের্ বলিয়ারপুর মেট্ররেল ও এলিভেটর এক্সপ্রেসের স্টেশন প্রস্তাবিত।
-
দক্ষিন বঙ্গ যাতায়াতের ঢাকা–আরিচা মহা সড়কের খুব নিকটে।
-
উত্তর বঙ্গ যাতায়াতের প্রস্তাবিত প্রধান সড়ক ১৭০ ফিট ওয়েস্টার্ণ বাইপাস প্রকল্পের মধ্যদিয়ে তৈরী হবে।
-
এছাড়া নির্ধরিত স্থানটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রস্তাবিত এলাকা।
কিভাবে সমিতিতে যোগদান করতে পারি?
যোগাযোগ: 01763669263, 01915790040.
ফেইসবুক: Facebook/NeighboursLandmark
ইমেইল: info@neighboursll.com