বাড়ির পাশের মেয়েটা পুরোদস্তুর কর্পোরেট। সুযোগ পেলেই পর্দায় থাকা খাদিজাকে ক্যারিয়ারের গুরুত্ব বোঝাতে শুরু করে। ওকে চাকুরীর জন্য উৎসাহ জোগায়, সাহায্য করার আশ্বাসও দেয়।
অধিকার আর স্বাধীনতার সেইসব গল্প শুনে খাদিজাও বিক্ষিপ্ত হয়ে ওঠে। স্বামী, সংসার আর সন্তানের পরিচর্যা তার কাছে নিছকই তুচ্ছ মনে হতে থাকে। পাশের বাড়ির মেয়েটার মতো ঝকঝকে জীবন বেছে নিতে বাঁধা কোথায়?
নিজেকে অযোগ্য ভেবে অনেকটাই ডিপ্রেশনে চলে যায় খাদিজা। অথচ গল্পটা খানিক অন্যরকম হতে পারতো। হতে পারতো পাশের বাড়ির বোনদের সাথে ইলমি হালাক্বা, কিংবা নেক আমলের চমৎকার প্রতিযোগিতা!
হ্যাঁ, প্রতিবেশী এতোটাই গুরুত্বপূর্ণ। তাই বাসস্থান ঠিক করার আগে বাছাই করুন উপযুক্ত প্রতিবেশী। 💙
– – – ০ – – –