Interest

এক প্রতিবেশী সেদিন সন্তানের চাকুরী হওয়ার সুবাদে মিষ্টি নিয়ে এলেন বাসায়। বহুদিনের পরিশ্রমের ফল, ছোটবেলা থেকে কতো স্বপ্ন নিয়ে ছেলেকে মানুষ করেছেন – এসবই বলতে লাগলেন বুকভরা আবেগ নিয়ে। জিজ্ঞেস করলাম, ‘তা কোথায় হলো আপা?’ 

উনি তৃপ্তির হাসি দিয়ে দেশের বড়সড় বিখ্যাত এক ব্যাংকের নাম বলে দিয়ে শেষে বললেন, আলহামদুলিল্লাহ্‌।

প্রতিবেশীর খুশির যে রেশ এতোক্ষণ আমার মধ্যেও ছিলো, সেটা মিইয়ে গেলো মুহূর্তেই। বললাম, ‘আপা, বর্তমান ব্যাংক আর এনজিওগুলো সুদের কারখানা।’ তিনি পাত্তা দিলেন না।  

পরিচিত এক আত্মীয়কে প্রায়ই বোঝাতাম, সুদ ছাড়াও জীবন চালানো যায়। আল্লাহ্’র উপর তাওয়াক্কুল করে এই জীবন ছেড়ে দিন।’ 

একটা বাঁকা হাসি দিয়ে তিনি বলতেন, ‘ইয়ংম্যান, তুমি এখনও বাস্তবতা বোঝো না।’

ক’দিন আগেই ব্যাংকে অঢেল টাকা রেখে তিনি মারা গেলেন। সুদের লাভ তার ভোগ করাও হলো না, কিন্তু গুনাহ কামালেন ঠিকই। তিনি নিজেই যে বাস্তবতা থেকে কতো দূরে আর বস্তুবাদী চিন্তায় কতোখানি ব্রেইনওয়াশড ছিলেন, সেটা হয়তো এখন বুঝতে পারছেন। সুদের সাথে সম্পৃক্ততা আর আল্লাহ্ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধ করা একই ব্যাপার। তাহলে সর্বক্ষণ যে স্বয়ং রিযিক্ব দাতার সাথে যুদ্ধাবস্থায় থাকে, তার রিযিক্বে কীভাবে বারাক্বাহ আসবে? 

রাসূল (ﷺ) ইরশাদ করেন, যে জাতির মধ্যে সুদ প্রসারিত হয়, তারা অবশ্যই দুর্ভিক্ষে নিপতিত হয়।’ (মুসনাদে আহমাদ)

আজ সমাজের হাহাকার দেখুন। আগে দুর্ভিক্ষ ছিল খাবারের অভাব, আর এখন দুর্ভিক্ষ হচ্ছে নির্ভেজাল খাবারের অভাব। তাই সুস্থ সমাজ গঠনে Neighbours কম্যুনিটি থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য হলো : 

– হালাল বিনিয়োগ,

– হালাল কর্মসংস্থান,

– কর্যে হাসানাহ্ বা সুদমুক্ত ঋণ। 

ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ্।

– – – 0 – – –

Leave a Reply