Debate

আমেরিকার লেক ওয়াশিংটনের কোল ঘেঁষে দাঁড়ানো যেনো এক রাজপ্রাসাদ। ভেতরে অত্যাধুনিক ইলেকট্রনিক্স ও কম্পিউটার সিস্টেমের দারুণ সব ব্যবহার। সেখানে চাইলেই ঘরের আবহাওয়া মনমতো করে নেওয়া যায়। ৬৬ হাজার স্কয়ার ফিট এলাকা জুড়ে বানানো এই বাড়ির মালিকের নাম বিল গেটস।

ধরুন, আপনাকে বলা হলো, আজকের পর থেকে কারও সাথে তর্কাতর্কি বা ঝগড়া হলে যদি সঠিক হবার পরেও আপনি নিজ থেকে তর্ক করা ছেড়ে দেন, তবেই বাড়িটা আপনার! বুদ্ধিমান মানুষ মাত্রই এমন প্রস্তাব লুফে নেবে।

কল্পনা ছাড়ুন, দুনিয়ার সবচেয়ে সত্যবাদী মানুষটার কথা শোনাই। 

রসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের পার্শ্বদেশে একটি, জান্নাতের মধ্যভাগে একটি এবং জান্নাতের উপরিভাগে আরও একটি ঘরের জামিন হচ্ছি। যে ব্যক্তি সত্যাশ্রয়ী হওয়া সত্বেও তর্ক পরিহার করে, উপহাসের ছলে হলেও মিথ্যা কথা বর্জন করে, আর নিজের চরিত্রকে সুন্দর করে।’ (মুসনাদে বাযযার, তারগিব)

বিল গেটসের প্রাসাদ দেখে যতোটা না আশ্চর্য হতে হয়, জান্নাতের বর্ণনা তার চেয়ে অনেকগুণ চমকপ্রদ। এমনকি জান্নাতের একটা চাবুক রাখার জায়গা গোটা দুনিয়া এবং এখানে যা কিছু আছে, তার চেয়ে উত্তম। এমন ঘর কে না চায়? তবুও আমরা কিভাবে ঝগড়া ফ্যাসাদ বা তর্কে জড়ানোর মতো বোকামি করি!

– – – 0 – – –

Leave a Reply