RAJUK

“প্লট কিনলেই ফ্রীতে সুইজারল্যান্ড ঘুরে আসার সুযোগ!”

এমন চটকদার বিজ্ঞাপন দেখে তাড়াহুড়ো করে প্লট কেনার চুক্তি করেছেন, তো মরেছেন। কেননা, জালিয়াতচক্রের ফাঁদে পড়ে সঞ্চয়ের সমস্ত টাকা খোয়া যাবার ঘটনা চারপাশে অহরহ। তাই স্থায়ী ঠিকানা গড়ার আগে কিছু বিশেষ বিষয়ে লক্ষ্য রাখতে হবে –

  • যে কোনো প্লট কেনার আগে রাজউক থেকে সঠিক তথ্য জেনে নিন। কারণ, অনেক কোম্পানী অবৈধভাবে রাজউক অনুমোদন ছাড়াই কাজ করে থাকে। 

 

  • ঝকমকে বিজ্ঞাপন কিংবা কারও চাপাবাজিতে প্রলুব্ধ হয়ে তাড়াহুড়ো করে কোনো ধরণের চুক্তি করবেন না। বিক্রেতা সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিন। পাশাপাশি জমির দলিলপত্র, চুক্তিপত্র এগুলোর ব্যাপারেও হোন সচেতন।  

যত্নের ছোঁয়া মিশে থাকুক আপন ঠিকানার প্রতিটি বালুকণায়। 💖

Leave a Reply