Tutta

‘তুত্তা, তুই তুত্তা’ – তিন বছর বয়সের অমন কচি মুখে এমন শব্দ শুনে চমকে যায় নাবিলা। 

কিছুক্ষণ আগে প্রচন্ড জ্বালাতন করায় একটুখানি বকে দিয়েছিলো মেয়েকে। তারই প্রতিউত্তরে মেয়ের এমন উত্তর নাবিলাকে ভাবিয়ে তোলে বেশ। ওদের পরিবারে এ ধরণের কথা তো কেউ বলে না। তাহলে? 

সেদিন বিকেলে নাবিলা আর পাশের ফ্ল্যাটের ভাবী যখন চায়ের আড্ডায় ঝড় তুলেছে, এমন সময় কানে আসে কাঁচ ভাঙার আওয়াজ। নাবিলা চমকে ওঠে, ভাবী দৌঁড়ে ছুটে যায়। হতভম্ব নাবিলার কানে আওয়াজ আসে স্পষ্ট – 

‘**** বাচ্চা, আর কতো ক্ষতি করবি তুই!’  

অকস্মাৎ মায়ের হাতে শক্ত চড় খেয়ে গলা ছেড়ে কেঁদে দেয় নীতুর বয়েসী বাচ্চাটা, যার সাথে নীতু খেলাধুলো করে প্রায়ই। ভয়ার্ত চেয়ারায় নীতু এসে মায়ের আঁচলে মুখ লুকায়। নাবিলাও বুঝতে পারে, ভুলটা আসলে কোথায়..

_______________

এ ধরণের দৃশ্য আমাদের সমাজে নতুন নয়। তাই দ্বীনমুখী প্রতিবেশীর সাথে বসবাসের সুযোগ সন্তানের বেড়ে ওঠায় খুব জরুরি। আর এমনই অনন্য কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে আমাদের ‘নিকেতন কম্যুনিটি প্রজেক্ট‘ – যা আপনাকে ও ভবিষ্যৎ প্রজন্মকে দেবে একটি আদর্শ নেইবারহুড, ইনশা আল্লাহ্‌। ❤️

– – – 0 – – –

Leave a Reply