Birthday Gift

জন্মদিন, এনিভার্সারি কিংবা কোনো স্পেশাল ডে ছাড়া আজকাল আত্মীয়-প্রতিবেশী নিয়ে কোনো সমাবেশ হয়না। অনেকটা গিভ এন্ড টেইক আয়োজন – তুমি গিফট নিয়ে এসো, বিনিময়ে একবেলা পেটপুরে খাও। মূলত এগুলো সম্পূর্ণই পিয়ার প্রেশারের উদাহরণ, যা চারিদিকে বিস্তৃত হচ্ছে। এইসব কারনে বাবা মায়েরা পরছেন মহা ঝামেলায়। 

ট্রেন্ডের স্রোতে গা ভাসানো এই শতাব্দীতে আপনি কি চান একটি আন্তরিক ও বুঝদার প্রতিবেশী, যাদের কাছে লৌকিকতার চেয়ে সামাজিক অটুট বন্ধন বেশী গুরুত্বপুর্ন?

ভাবছেন, আপনারই মত কোমল মানবীয় মানসিকতার মানুষগুলোর সাথে যদি মিলেমিশে একই স্থানে থাকা যেতো? যদি আপনার পাড়াতেই নিয়মিত কল্যাণমূলক সামাজিক কর্মকান্ডের আয়োজন থাকত এবং তাতে আপনার অংশগ্রহন থাকত, তাহলে কতই না ভালো হত? 

আপনার জন্যই Neighbours (নেইবারস কম্যুনিটি) এর প্রথম মূলনীতি হলো, সুন্দরমনের সৎ ও নৈতিক প্রতিবেশীর সমন্বয়ে আবাসন গড়ে তোলা। মনের মতো পড়শি নিয়ে গড়ে তুলুন কাঙ্ক্ষিত আবাস। 💙

– – – ০ – – –

 

Leave a Reply